পুষ্পার গানে নেচে ডেভিড ওয়ার্নারের বাজিমাত!
রাকিবুল ইসলাম
শুধু ক্রিকেট পিচে ব্যাট হাতেই নয়, নাচের তালে পা মেলাতেও বেশ পটু অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের নাচের ভঙ্গি অনুকরণ করে সেটাই প্রমাণ করেছেন এই ক্রিকেটার।
বর্তমানে ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে গোটা সিনে মহল। ছবির পাশাপাশি গানগুলিও ভক্তদের মনে দাগ কেটেছে। এমন উন্মাদনা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি ডেভিড ওয়ার্নারও। আল্লুর স্টেপ নকল করে তিনি পা মিলিয়েছেন সিনেমাটির বহুল আলোচিত গান ‘শ্রীভল্লি’র ছন্দে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পুষ্পার ‘শ্রীভল্লি’ গানের তালে নাচের ওই ভিডিও পোস্ট করেছেন ওয়ার্নার। ভিডিওটিতে ওয়ার্নারকে হাওয়াই শার্ট ও সানগ্লাস পরে পুষ্পার গানের তালে নাচতে দেখা যায়। এমনকি তিনি গানের সেই অংশটিও অনুকরণ করেন যেখানে আল্লু অর্জুনের পা থেকে স্যান্ডেল খুলে যায় এবং তারপর আল্লু অর্জুন আবার নাচ শুরু করেন। ভিডিও ক্যাপশনে ডেভিড ওয়ার্নার লেখেন, ‘পুষ্পা, এরপর কী?
ক্রিকেট ছাড়াও আরও অনেক কিছুতেই আগ্রহ রাখেন ডেভিড ওয়ার্নার। ভারতীয় ছবির প্রতিও আলাদা ভালোলাগা রয়েছে তাঁর। বেশ কিছুদিন আগেই পুষ্পার পোস্টার শেয়ার করে তিনি প্রশ্ন করেছিলেন, ‘পুষ্পার থেকে কোনো নাচের স্টেপ তিনি করে দেখাবেন কিনা। উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন নেটাগরিকরা।
পুষ্পা সিনেমাটির বহুল আলোচিত গান ‘সাসি সামি’। এ গানে রাশমিকা মান্দানার নাচ ও এক্সপ্রেশন নজর কেড়েছে সবার। এই নাচকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে। এই গানটির তালেও নেচেছেন ডেভিড ওয়ার্নারের মেয়েরা। তারও একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।
ডেভিডের মেয়ে আইভি মে ওয়ার্নার, ইন্ডি রাই ওয়ার্নার এবং ইসলা রোজ ওয়ার্নার আল্লু অর্জুন এবং রাশমিকার এই গানটি খুবই পছন্দ করেছেন। ভিডিওতে তিন মেয়েকে তাদের স্নানের পোশাকে ‘সামি সামি’র সুরে নাচতে দেখা গেছে। ভিডিওটির ক্যাপশনে ক্রিকেটার লেখেন, ‘মা এবং বাবার আগেই মেয়েরা ‘সামি সামি’ গানটিতে নাচের চেষ্টা করেছে।’
এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওয়ার্নারের নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে। পোস্ট করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। নিজের ভঙ্গিতে ক্রিকেটারকে নাচতে দেখে প্রতিক্রিয়া জানাতেও ভোলেননি আল্লু অর্জুন। ওয়ার্নারের পোস্টের কমেন্ট বক্সে ফায়ার ও হাসির ইমোজি দিয়েছেন এই দক্ষিণী তারকা।