হাজার কোটি টাকার নিচে লেনদেন শেয়ারবাজারে
সাদাকালো নিউজ
দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৬ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৮০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৬৩ পয়েন্টে, সিএসসিএক্স ১১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৭৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ১০৪টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মন্তব্য করুন :
