শেয়ারবাজারে আবারো রাশিয়া-ইউক্রেন সংঘাতের ছোবল
সাদাকালো নিউজ
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশর শেয়ার বাজারেও পতন লক্ষ করা গেছে। যুদ্ধ শুরু হওয়ার খবরে প্রথম দুই দিনেই ডিএসইর সূচক কমেছে ২৭২ পয়েন্ট। পরবর্তীতে রাশিয়া এবং ইউক্রেন আলোচনায় বসার খবরে বাজারে কিছুটা উত্থান ঘটলেও আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণে আবারো বড় ধরনের পতন লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্র মতে, আজ বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে। লেনদেনও কমে নেমে এসেছে ৬০০ কোটি টাকার ঘরে। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিন্ম। অপর বাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) চিত্রও এমনটাই লক্ষ করা গেছে।
এদিকে বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আতঙ্কিত হয়ে লোকসানে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন। কারণ তারা মনে করেন, এই আতঙ্ক কেটে গেলে বাজার আবারও ঘুড়ে যাবে। তখন সেই শেয়ারই আবার বেশি দামে বাজার থেকে ক্রয় করতে হবে। তাই আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈয্য ধারণ করা উচিৎ হবে।
