আরও ৩ বুথের অনুমোদন পেল রয়্যাল ক্যাপিটাল
সাদাকালো নিউজ
আরও তিনটি ডিজিটাল বুথ চালুর অনুমোদন পেয়েছে ব্রোকারহাউজ রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। ঢাকা, চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে এ তিনটি বুথের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান রয়্যাল ক্যাপিটাল এর আগে বরিশাল, চট্টগ্রাম জেলার পটিয়া ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জন্য ডিজিটাল বুথ স্থাপনে উভয় এক্সচেঞ্জের অনুমোদন পেয়েছে।
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রয়েল ক্যাপিটাল দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত আঞ্চলে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীরা যাতে সহজে পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারে এর লক্ষ্যে রয়েল ক্যাপিটালের এই বুথগুলো কার্যকরি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অফ রিসার্চ আকরামুল আলম।
রয়্যাল ক্যাপিটাল দেশের শীর্ষ ২০ ব্রোকারহাউজের একটি। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে তার যাত্রা শুরু করে। রাজধানী ঢাকা ও বাণিজ্য নগরী চট্টগ্রামসহ দেশের ৮টি শহরে আগে থেকেই প্রতিষ্ঠানটির উপস্থিতি আছে। নতুন এই বুথগুলোর মাধ্যমে আরও কয়েকটি শহরে রয়্যাল ক্যাপিটাল তার উপস্থিতি বাড়াবে।
মন্তব্য করুন :
