পাবনা থেকে বান্দরবান, নোবেলের ‘পাগলামি’ চলছেই
সাদাকালো নিউজ ডেস্ক
২৫ আগস্ট রাতে বান্দরবানে ঘুরতে গিয়েছেন বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল এবং তার নারী সঙ্গী। সেখানে যাওয়ার পরদিন সেখানকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা। এ সময় নোবেলকে প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখে স্থানীয়রা। এলাকাবাসীর সঙ্গে উদ্ভট আচরণও করেন তিনি। এতে এলাকার মানুষ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।