পর্দার দেওর-বৌদি বাস্তবে জীবনসঙ্গী!
রাকিবুল ইসলাম
প্রেমের বিষয়টি নিয়ে শুরু থেকেই তারা ছিলেন একদম খোলামেলা। একটি রিয়ালিটি শোতে এসে প্রেমিকের নাম বলেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায়। এবার সেই প্রেমেই লাগলো বসন্ত। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা। ২২ জানুয়ারি রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে এমন সুখবর জানান ‘কেয়া পাতার নৌকো’র নায়িকা। জীবনের নতুন ইনিংস শুরুর জন্য সকলের শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন তারা।
এর আগে অর্ণব জানিয়েছিলেন, বিয়ের পরিকল্পনায় রয়েছেন তারা। হয়েছে ঠিক তেমনটাও। বছর শুরু হতেই শুভ কাজে আর দেরি করেননি এই দুই অভিনেতা। মন দেয়া-নেয়া হয়েছিল আগেই, এবার আইনি মতে মিলেছে হৃদয়। এতে অর্ণব উচ্ছ্বসিত, খুশি ইপ্সিতাও।
বিয়ে নিয়ে অর্ণব এখনো চুপ থাকলেও ইপ্সিতা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লেখেন, ‘মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভালোবাসা’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘এনগেজড’ ও ‘ম্যারেড’।
এমন বিশেষ দিনেও ছিমছাম ভাবে সেজেছিলেন টলিপাড়ার ব্যাপক চর্চিত এই দেওর-বৌদি। অফ হোয়াইট চিকন কাজের পাঞ্জাবিতে অর্ণব আর ইপ্সিতা বেছে নিয়েছিলেন সোনালি কাজের শাড়ি। গলায় সোনার গয়না আর কপালে লাল টিপ।
আইনি বিয়ে সারলেও তাদের আনুষ্ঠানিক বিয়ের রয়েছে দেরি। ছবি শেয়ার করা মাত্রই কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল। সেই ঢলে সামিল টলিপাড়ার চেনা পরিচিতরাও। কাজের সূত্রেই আলাপ দুজনের। কাজই মিলিয়ে দিয়েছে তাদের। তাই বিয়ের পরের দিন কাজ ভুলে নয়, কাজেই মগ্ন ছিলেন অর্ণব-ইপ্সিতা।
দুই বছরের সম্পর্ক অর্ণব-ইপ্সিতার। ‘আলো ছায়া’ সিরিয়ালের শুটিংয়ের সময়েই তাঁদের সম্পর্কের সূত্রপাত। এর আগে ‘দিদি নাম্বার ওয়ানে’ অভিনেত্রী জানিয়েছিলেন, দুই পরিবারের লোকজন সবকিছু জানে। তবে এখনি বিয়ে করছেন না তাঁরা। ইপ্সিতা নিজে অভিনয় নিয়ে স্নাতকোত্তর পড়ছেন।
এর আগে অর্ণবের জন্মদিনে দুইজন মিলে একটি ছবি শেয়ার করেছিলে ইপ্সিতা। ছবিতে দেখা গেছে, দুজনে পড়েছেন টুইনিং করে নীল পোশাক। পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসে অর্ণবের দিকে একদৃষ্টে তাকিয়ে ইপ্সিতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘বার্থডে বয়। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মিস্টার ব্যানার্জি।