পরীমনি বললেন এবার আরও ফাটিয়ে জন্মদিন উৎসব করবেন
সাদাকালো নিউজ ডেস্ক
পরীমনির জন্মদিন আগামী ২০ অক্টোবর । এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদ্যাপনের কথা ভাবছেন পরীমনি। জানালেন, যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি হবে।
বিনোদনজগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করেন পরীমনি। পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে হয় অনুষ্ঠান। প্রতিবছর থাকে ভিন্ন ভিন্ন থিম। বাহারি পোশাকে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন এই ঢালিউড তারকা।
কিন্তু এবারের জন্মদিনে স্পনসর কেন? উত্তরে পরীমনি বলেন, ‘কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেন তিনি। তারপরও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা তিনি কোথা থেকে পান, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছেন, স্পনসর নিয়ে এবার জন্মদিন করবেন।
পরীর ভাষায় এবার আরও ফাটিয়ে উৎসব করবেন। জানালেন, এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তাঁর জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমনি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন তিনি। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে বাসায় বিশ্রামে আছেন তিনি। জানালেন, ‘আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই “মুখোশ” ছবিতে তার অংশের কাজ শেষ হবে। অসুস্থতার কারণে শেষ করতে পারেননি।
এখন শরীরের অবস্থা কী জানতে চাইলে পরীমনি বলেন, ‘কয়েক দিন আগে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করেছেন। মঙ্গলবার হাতে পেয়েছেন পরীক্ষার ফল। শরীরে এসবের সমস্যা নেই। মৌসুমি জ্বর তাঁর।
সপ্তাহখানেক বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পরীমনি জানান, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন ছবি ‘বায়োপিক’-এর শিডিউল দিয়েছেন। মাঝে দু-এক দিন বিরতি দিয়ে টানা ২০ দিন কাজ করবেন তিনি। এরপর ‘প্রীতিলতা’ ছবির বাকি অংশের শুটিং করবেন বলে জানান এই অভিনেত্রী।
গত ৪ঠা অগাস্ট ঢাকার বনানীতে পরীমনির ফ্লাটে অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র্যাব। পরে তিন দফা রিমান্ড মঞ্জুর হওয়ায় মোট সাতাশ দিন কারাগারে থাকেন। পরে, পয়লা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।