জামিন চেয়ে কেন রিমান্ড পেলেন পরীমনি?
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় রিমান্ড ও জামিনের বিষয়ে ১৯ আগস্ট শুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আদালতে পরীমণির শুনানি শুরু হয়। এদিন সকালে কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত আবারও পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে ১৬ই আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমণিকে ফের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গত ১০ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলায় প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত। এছাড়া গত ৫ আগস্ট একই মামলায় তাদেরকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমণিকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।