পরীমনির এবারের বার্তা: খেলা হবে!
জহুরা প্রিতু
আবারও আলোচনায় পরীমনির হাতের তালুতে লেখা একটি বার্তা। গতবারের চেয়ে এবার আরও স্পষ্ট– আগ্রাসী। এবার ডান হাতের তালুতে লিখলেন ‘ইংরেজি গালি’। আদালত প্রাঙ্গণে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে অপেক্ষমাণ ভক্তদের হাত নাড়ানোর সময় এই বার্তা ধরা পড়ে।
পরীর এই বার্তা নিয়েও চলছে ভক্ত-সমালোচকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। চলছে গুঞ্জন। হুহু করে ভাইরাল ছবিটি। কিন্তু এবারের অশালীন চিহ্নের সাথে যে লেখা তা আগের স্লোগান ‘ডোন্ট লাভ মি বিচ’-এর সঙ্গে একেবারেই বিপরীত।
তবে, পরীমনি বলছেন ভিন্ন কথা। তাঁর ভাষায়, প্রথম বার্তাটা মানুষ বুঝতেই পারেনি। সবাই ভেবেছে তিনি ‘লাভ মি মোর’লিখেছেন। আসলে ছোট একটি চিহ্ন দিয়ে তিনি গালি দিয়েছিলেন। আর এবারের এই বার্তার ভদ্র বাংলা বানালে অর্থ দাঁড়ায়, রাজনীতিবিদ শামীম ওসমানের সেই বিখ্যাত উক্তি- খেলা হবে। এ যেন পরীমনি বললেন, তাঁর জীবন নিয়ে যারা খেলেছেন, তাদের সাথেও সে খেলবে।
বাংলাট্রিবিউনের সাথে সাক্ষাৎকারে এই লেখার অর্থ ব্যাখ্যা করেছেন এভাবে– আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’
বনানী থানায় করা মামলায় ১৫ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি উপস্থিত হন। এদিন আদালত চত্বরে প্রবেশের সময় গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নাড়ান পরী। সেই সময় তার হাতের তালুতে মেহেদি রঙে লেখা ‘রহস্যময়’ বার্তা চোখে পড়ে।
এই নায়িকা জানান, আদালত এখন তার ভালোই লাগে। এখন সব সয়ে গেছে। সামনে হাজিরা ১০ অক্টোবর।’ পরী জানান, গত সপ্তাহ থেকে তিনি সর্দি-জ্বরে ভুগছেন। টেস্ট করিয়েছেন ডেঙ্গু-করোনারও। টানা ৫টা দিন বিছানায় ছিলেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে পরীমণির বিরুদ্ধে মামলা করে।
১ সেপ্টেম্বর ২৭ দিনের জেল ও রিমান্ড-জীবন কাটিয়ে জামিনে মুক্ত হন পরীমনি। সম্প্রতি এই নায়িকা ফিরেছেন শুটিং এবং ডাবিংয়ের কাজেও। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। সঙ্গে ঘোষণা দিয়েছেন, আইনি লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার।