পরীমনির এফডিসি ভবিষ্যৎ নিয়ে যা বললেন মিশা সওদাগর
সাদাকালো নিউজ ডেস্ক
দেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য তৈরি করা হয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) । এক সময় জমজমাট এফডিসি এখন অনেকটাই তার জৌলুস হারিয়েছে। তারপরও বাংলাদেশের চলচ্চিত্রের আঁতুড়ঘর বলা হয় এই এফডিসিকে।
চলচ্চিত্রে অভিনয় করা প্রতিটি শিল্পীর কাছেই এফডিসি আবেগের নাম। সম্প্রতি নায়িকা পরীমনির সাথে ঘটে যাওয়া সব ঘটনার পর তিনি কী আর এফডিসিতে ঢুকতে পারবেন? উঠছে প্রশ্ন, হচ্ছে আলোচনাও।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলছেন, পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে। পরীমনি আপাতত সমিতির কোনো কাজে অংশ নিতে পারবেন না। তবে তিনি তার অভিনয় চালিয়ে যেতে পারবেন। তার হাতে যে সকল সিনেমার কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করতে কোনো বাধা নেই।
এই খল অভিনেতা আরও বলেন, আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলে পরীমনি আবারও শিল্পী সমিতিতে তার সদস্যপদ ফিরে পাবেন।
মিশা সওদাগর বলেন, পরীমনি তার দুটি ছবিতে অভিনয় করেছেন। অনেক মেধাবী অভিনেত্রী। গ্রেপ্তারের আগে পরীমনির নামে তার কাছে কোনো অভিযোগ আসেনি বলেও জানান মিশা।
পরীমনি গ্রেপ্তার প্রসঙ্গে শিল্পী সমিতির প্রতিক্রিয়ায় মিশা বলেন, শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশেই থাকবে।