পরিবারসহ ডাকাতের কবলে সালওয়া,পুলিশের ত্বরিত পদক্ষেপে রক্ষা
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। ২৫ আগস্ট) বাবা-মাকে নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তিনি। হঠাৎ বখাটেদের খপ্পরে পড়েন এই অভিনেত্রী। উপায় না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন সালওয়া। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আটক করে বখাটেদের। পরে জানা যায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।