নেট দুনিয়ায় অনন্যাকে অপমান, মুখ খুললেন চাঙ্কি পাণ্ডে!
নাফিজা আক্তার
বলিউড নায়িকারা প্রায়ই ট্রলিংয়ের শিকার হন। পোশাক থেকে বডিশেপ-সবকিছু নিয়ে ট্রলাররা কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়ে দেন। সম্প্রতি বলিউডের তরুণী অভিনেত্রী অনন্যা পান্ডে পোশাকের কারণে বাজেভাবে ট্রলিংয়ের শিকার হয়েছেন। মেয়ের পক্ষে মুখ খুলেছেন বাবা বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে।
সম্প্রতি এক পোশাককে ঘিরে অনন্যা দারুণভাবে চর্চায় উঠে এসেছেন। চিত্রনির্মাতা তথা অভিনেতা অপূর্ব মেহেতার ৫০তম জন্মবার্ষিকীর পার্টিতে দেখা গিয়েছিল অনন্যাকে। এই পার্টিতে অনন্যা পড়েছিলেন কুরুসের কাজ করা কালো রঙের বডিস্যুট।
এতেই ঘটে বিপত্তি! এই পোশাকের কারণে ট্রলারদের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। তাঁর উদ্দেশ্যে ট্রলাররা নানান আপত্তিকর মন্তব্য করছে ফেসবুক-ইনস্টাগ্রামে। এমনকি বলিউডের আরেক অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে অনন্যার তুলনা করছে কেউ কেউ। নেট দুনিয়ায় মেয়েকে এভাবে অপমানিতো হতে দেখে মুখ খুলেছেন বাবা চাঙ্কি পান্ডে।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে চাঙ্কি পান্ডে বলেন, ‘অভিভাবক হিসেবে আমরা কখনো তাকে বলিনি যে কী পরা উচিত, আর কী পরা উচিত নয়। আমরা আমাদের দুই মেয়েকে খুব ভালোভাবে বড় করেছি। আর তারা দুজনেই ভালো করেই বোঝে কী করতে হবে।’
চাঙ্কি আরও বলেন, ‘অনন্যা যে ইন্ডাস্ট্রিতে আছে, সেখানে তাকে গ্ল্যামারার্স দেখাতে হবে। আমি আমার মেয়েদের বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারি, তাদের মধ্যে অদ্ভুত এক সরলতা আছে। তাই আমার বিশ্বাস, তারা যা খুশি তা-ই পরতে পারে, এটা তাদের স্বাধীনতা।’