নেটিজেনদের তোপের মুখে দিশা পাটানি!
রাকিবুল ইসলাম
বলিউডে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন দিশা পাটানি। একের পর এক হট ফটোশ্যুট করে তিনি যেমন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ঠিক তেমনি ঝড় তুলেছেন পুরুষের হৃদয়ে। সোশ্যাল মিডিয়ায় দিশা যা পোস্ট করেন সেটিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে এবার নেটিজনদের ব্যাপক ট্রলের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
বলিউডে নতুন ট্রেন্ড রিমিক্স বা রিক্রিয়েশন। নব্বইয়ের দশকের একের পর এক সুপারহিট গান নতুন ভঙ্গিতে সামনে নিয়ে আসছেন নির্মাতারা। সেই তালিকায় যোগ হয়েছে এক সময়ের সুপার-ডুপার হিট সিনেমা ‘বাজিগর’ এর জনপ্রিয় গান ‘ইয়ে কালি কালি আঁখে’। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং কাজল।
নেটফ্লিক্সের নতুন এক ওয়েব সিরিজের নামকরণ করা হয়েছে ‘ইয়ে কালি কালি আঁখে’ এবং সিরিজের টাইটেল ট্র্যাকে দেখা গেছে দিশা পাটানিকে। তবে জনপ্রিয় এই গানটি নষ্ট করার অভিযোগে ব্যাপক ট্রলের শিকার হয়েছেন দিশা। বাজিগর ছবির সেই গান কম্পোজ করেছিলেন আনু মালিক এবং গানটি গেয়েছেন কুমার শানু ও আনু মালিক। গানের কথা লিখেছিলেন দেব কোহলি।
গানটির নতুন অবতার মোটেও পছন্দ হয়নি নেটিজনদের একটা বড় অংশের। একজন লিখেছেন, ‘আরও একটা আইকনিক গান নষ্ট করে দেয়া হল। বলিউড মিউজিকের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, না আছে কোনো সৃজনশীলতা না আছে লিরিক্সের মধ্যে কোনো মিষ্টতা।’
গানের দৃশ্যে কালো-রূপালি ঝলমলে শর্ট ড্রেসে দেখা মিলেছে দিশার। পাশাপাশি সোনালি-সাদা আউট ফিটেও ধরা দিয়েছেন টাইগার শ্রফের এই প্রেমিকা। টিজারটির শেষে দিশাকে বলতে শোনা গেছে, ‘হামারে ফ্রেন্ড বানোগে’।
নতুন এই সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠি এবং আঁচল সিং। তবে আইটেম গার্ল দিশাকে দেখে দর্শকরা মোটেও খুশি হননি। একজন লিখেছেন, ‘আবেদনময়ী দেখানোর প্রচেষ্টা করেছে, মোটেই ভালো লাগছে না।’ প্রত্যেকের মুখে এক কথা, ‘শাহরুখ-কাজলের রসায়নের কোনও বিকল্প নেই।’
তবে নিন্দুকদের পাত্তা দিতে নারাজ দিশা। তিনি জানান, ‘নব্বইয়ের দশকের থ্রিলার আমার দুর্দান্ত পছন্দ, ছবির গান, হাই ভোল্টেজ ড্রামা, অ্যাকশন দৃশ্য- বিনোদনের সব রসদ গানটিতে মজুত রয়েছে। সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছে গানটি।’