নির্বাচনের পর সরগরম এফডিসি, ময়ূরাক্ষীর শুটিং শুরু
নাফিজা আক্তার
একদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিভক্তি শিল্পীদের মধ্যে। অন্যদিকে চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের টানাপোড়েন। এরইমধ্যে শুটিং শুরু হয়েছে এফডিসিতে।
মঙ্গলবার চলচ্চিত্রের কলাকুশলীদের উপস্থিতিতে চিরচেনা প্রাণ ফিরে পায় এফডিসি। এদিন দুপুর থেকে শুরু হয় পদ্মাপুরান-খ্যাত পরিচালক রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমার শুটিং। এই নির্মাতা জানালেন আসছে ঈদে রঙিন পর্দায় আনতে চান সিনেমাটি।
ময়ূরাক্ষীর নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘ময়ূরাক্ষী আসলে প্রেমের গল্প, প্রেমের সঙ্গে প্রতারণা আছে। যেখানে সাম্প্রতিক আলোচিত অনেক গুলো বিষয় উঠে আসছে। এখানে প্লেনের একটি দৃশ্যে আছে যা ধারণ করা হবে চট্টগ্রামে। পুরো মাস জুড়ে ময়ূরাক্ষীর শুটিং হবে। ময়ূরাক্ষী ঈদে আনতে চাই। এটা একটি চ্যালেঞ্জিং জায়গা, আমি চ্যালেঞ্জটা নিয়েছি।’
সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘মঙ্গলবার শুধু এফডিসিতেই হবে শুটিং, এরপর একটি রিসোর্টে দৃশ্যধারণের পরিকল্পনা করা হচ্ছে। অধিকাংশ কাজ সেখানেই হবে।’
তিনি আরও বলেন, ‘এই সিনেমাটি ইন্ডাস্ট্রির গল্প বলবে। এখানে আমার চরিত্র নাবিল আহমেদ, যিনি খুবই উচ্চ বিলাসী একজন ডিরেক্টর। সিনেমাটিতে সফলতা আছে, ব্যর্থতা আছে। যে গল্প গুলো আমরা সচরাচর দেখি না।’
সিনেমাটির নায়িকা ইয়ামিন হক ববি বলেন, ‘করোনার ভেতরে এফডিসিতে ২ বছর পর কাজ করছি, এই ছবিতে আমার চরিত্রের নাম তারা। চরিত্রটি আসলে নায়িকার গ্লামার, সিনেমায় সবসময় দেখানো থাকে। আর সম্পর্কের টানাপোড়েনতো আছেই। এখানে ব্যক্তিগত সমস্যা , আপ ডাউন , সব কিছু লুকিয়ে হাসি মুখে কাজ করা।’
ময়ূরাক্ষীতে অভিনয় করা শিরিন শিলা বলেন, ‘আমার এই ছবিতে যুক্ত হওয়া পুরোটাই মিরাক্কেল, শুটিংয়ের আগের দিন আমাকে ফোন করে বলা হয়েছে। তবে ময়ূরাক্ষীতে কাজ করা নিয়ে আমি খুবই আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘আমি সিনেমাটিতে একজন প্লেন ছিনতাইকারীর স্ত্রী হিসেবে কাজ করবো। যার একটি গার্লফ্রেন্ড আছে আর আমি সেখানে প্রতারিত হয়েছি।’
ময়ূরাক্ষীর প্রথম দিনের শুটিংয়ে আরও অংশ নেন অভিনেত্রী শিরিন শিলা, চিত্রনায়ক সুদীপ বিশ্বাস দীপ, নানাশাহসহ আরও অনেকে।