নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন সালমান খান?
নাফিজা আক্তার
বলিউড সুপারস্টার সালমান খান সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। পর্দায় যিনি দুষ্টের দমন করে শিষ্টের পালন করেন, দর্শকদের ভালো থাকা ও রাখার বার্তা দেন সেই তিনিই কিনা একসময় নিজেই নিজেকে শেষ করে দিতে চাইতেন!
ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত নিজেকে শেষ করে দেয়ার রোগে-এর শিকার হয়েছিলেন বলিউড ভাইজান। প্রকাশ্যে সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন খান সাহেব।
দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পেশীবহুল পুরুষালি চেহারার অবিসংবাদিত ‘পোস্টার বয়’ সালমান খান। মধ্যে ৫০ পেরিয়েও তার ফিটনেস দেখে চোখ কপালে ওঠে। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন এই তারকা। সেই তিনিই কেন নিজেকে শেষ করে দিতে চাইতেন?
আসলে ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামে নার্ভের এক রোগে ভুগেছিলেন সালমান। এই রোগটিকেই ‘নিজেকে শেষ করে দেয়ার রোগ’ বলা হয়। কারণ এই রোগে এতটাই কষ্টের শিকার হন রোগী যে একসময় তার মনে হয় নিজেকে শেষ করে দেয়ায় হয়তো একমাত্র মুক্তির পথ।
এই রোগের পর সালমান-এর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। দুবাইয়ে ‘টিউবলাইট’ সিনেমার ‘রেডিও’ গানটি প্রকাশের অনুষ্ঠানে এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। রোগটি নিয়ে যেন সচেতনতা বাড়ে সেই উদ্দেশেই জনসমক্ষে সেই কথা তুলে ধরেন ‘ভাইজান’।