না কিনেই গাড়ির সঙ্গে সেলফি; পরীমনির মিথ্যা দাবিতে বিপাকে গাড়ির মালিক
ওবায়দুল শেখ
ঢাকাই সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরীমনি। নানা বিতর্কিত আলোচনার মাঝে এবার যুক্ত হয়েছে তার বিলাসবহুল দুইটি গাড়ি একটি টয়োটা হ্যারিয়ার অন্যটি মাসেরাতি ব্র্যান্ডের। গুজবের ডালপালা ছড়াচ্ছিল, মাসেরাতি ব্রান্ডের সাড়ে তিন কোটি টাকার গাড়িটি পরীমনিকে উপহার দিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের এমডি। তবে সাদাকালো নিউজের অনুসন্ধান বলছে ভিন্ন কথা।
অনুসন্ধানে দেখা যায়, টয়োটা হ্যারিয়ার গাড়িটি পরীমনি ব্যাংক লোনের বিপরীতে কিনেছেন। আর ফেসবুকে মাসেরাতি ব্র্যান্ডের যে গাড়িটির ছবি তিনি পোস্ট করে নিজের বলে দাবি করেছিলেন, সেটি পুরোপুরি মিথ্যা। আসলে গাড়িটি কিনতে চেয়েছিলেন পরীমনি। তবে গাড়িটির মালিক পরীমনি নয়।
গুলশানের গাড়ির শোরুম অটো মিউজিয়ামের মালিক মো. হাবিব উল্লাহ ডন বিষয়টি সাদাকালো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাড়িটি এখনো আমাদের শো রুমেই রয়েছে। নায়িকা পরীমনি গাড়িটি কেনার কথা বলে একদিনের ট্রায়েলের জন্য নিয়েছিলেন।
অনুসন্ধান বলছে, মূলত পরীমনির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই সাড়ে তিন কোটি টাকা মূল্যের মাসেরাতি গাড়িটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেখানে তিনি গাড়িটিকে নিজের বলে দাবি করেছিলেন। আসলে ওই গাড়িটি শো রুম থেকে এক দিনের ট্রায়ালে নিয়েছিলেন পরীমনি।