নায়িকা নিপুনের স্বামী কে? সংসার কি ভেঙে গেছে?
রাকিবুল ইসলাম
এই মুহূর্তে চলচ্চিত্রপাড়ার সবচেয়ে আলোচিত নায়িকা নাসরিন আক্তার নিপুন। ২০০৬ সালে ক্যারিয়ার শুরুর পর এক দশকে ছোট পর্দা ও চলচ্চিত্রে একের পর এক সাফল্যের দেখা পান তিনি। তবে গেল কয়েক বছর অনেকটাই পর্দার আড়ালে চলে যান। অভিনেত্রী থেকে হয়ে ওঠেন ব্যবসায়ী। গড়ে তুলেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। নাম লেখান প্রযোজক হিসেবেও।
করোনাকালে চলচ্চিত্র শিল্পী সমিতির বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে ডিপজল-অনন্ত জলিলের মতো নিপুনকেও দেখা গেছে সহশিল্পী ও সিনেমার কলাকুশলীদের পাশে দাঁড়াতে। নিপুন ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন ২০০৬ সালে। তার প্রথম ছবির নাম রত্নগর্ভা মা। ছবিটি আজও মুক্তি পায়নি। তবে থেমে থাকেননি নিপুন। এ পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে থাকা অবস্থাতেই বিয়ে করেন নিপুন। কিন্তু তার বিয়ের তারিখ এবং স্বামীর পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। তানিশা হোসেন নামে একটি মেয়ে আছে নিপুনের। লন্ডনে পড়াশোনা শেষে করেছেন তিনি। বর্তমানে মেয়েকে নিয়ে ঢাকাতেই থাকছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীর সঙ্গে নিপুনের যোগাযোগ আছে কিনা, অর্থাৎ তাঁদের সংসার চলছে নাকি বিচ্ছেদ হয়ে গেছে এ বিষয়েও খুব কম তথ্য জানা গেছে।