নায়িকা একা কীভাবে জড়ালেন নেশার জগতে?
সাদাকালো নিউজ ডেস্ক
পুরো নাম সিমন হাসান একা। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছিল একার। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া কাজী হায়াৎ পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করেন তিনি।