নায়িকা অপু বিশ্বাস হিন্দু না মুসলিম?
নাফিজা আক্তার
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও ব্যবসা সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবেসে বাস্তবে ঘরও বেঁধেছিলেন। গোপনে অনেকগুলো বছর সংসারও করেছেন। হয়েছেন বাবা-মা। কিন্তু সেই খবর কেউ জানতো না। একটা সময় অপু বিশ্বাস সন্তান কোলে নিয়ে সেই কথা সবাইকে জানাতে নিজেই সামনে এলেন। শাকিবও অপুকে নিজের বিয়ে করা স্ত্রী হিসেবে স্বীকার করলেন। তাতে অবশ্য ঘোলা জল শান্ত হয়নি। তাদের বিচ্ছেদ হয়ে যায়।
২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভে এসে সব গোপন তথ্য প্রকাশ করেন অপু। তিনি জানান, ২০০৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে শাকিব খানকে বিয়ে করেছিলেন তিনি। পরে তিনি এও বলেছিলেন, শাকিবের সঙ্গে ডিভোর্স হলেও তিনি মুসলিম ধর্ম পালন করবেন। সে সময় অপু বিশ্বাস বলেন, আমি হিন্দু ধর্মের অনুসারি হলেও শাকিবকে বিয়ে করে মুসলিম হয়েছি। তবে ডিভোর্সের পর অপশন থাকলে আবার হিন্দু ধর্মে ফিরে যেতাম। তবে ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করবো। কিন্তু কিছুদিন আগে শারদীয় দুর্গোৎসব পালন করতে দেখা গেছে অপু বিশ্বাসকে।
বর্তমানে ভারতে অবস্থান করছেন এই নায়িকা। গেল বুধবার আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করেছেন তিনি। তারই ফাঁকে বৃহস্পতিবার আসামের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির পরিদর্শনে যান অপু। তারপর সেখানে পূজাও দেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে অপু জানিয়েছিলেন, ‘শাকিব তো আমাকে কাগজ-কলমে মুসলিম করেননি। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম ইসলাম ধর্ম। তবে বাবা-মার সঙ্গে থেকে তো আমি অন্য ধর্ম পালন করতে পারি না।’