নাসির-তামিমার মতোই কি হবে রাজ-পরীমনির পরিণতি?
নাফিজা আক্তার
গত বছরের ভালোবাসা দিবসে হঠাৎ করেই বিমানবালা তামিমা তাম্মিকে বিয়ে করে আলোচনায় আসেন মাঠের বাইরে নানা কাণ্ডে সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। পরে জানা যায়, নাসিরের বিয়ে করা স্ত্রী রাকিব নামে এক ব্যক্তির বউ। এ ঘটনা শেষ পর্যন্ত গড়ায় আদালতে। বিচার চলছে নাসির-তামিমার। নাসিরের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে নিয়মিত দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়।
এবার ক্রিকেটার নাসিরের মতোই চিত্রনায়িকা পরীমণির স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্যের বউকে ভাগিয়ে বিয়ে করার। বিয়ের বৈধতার প্রমাণ চেয়ে চিত্রনায়িকা পরীমণি এবং তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। মঙ্গলবার চিঠি পাঠিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
লিগ্যাল নোটিশে আইনজীবী মাযহারী উল্লেখ করেছেন, আপনি অর্থাৎ পরীমনি ২০১২ সালের ২৮ এপ্রিল ১ লাখ টাকা দেনমোহরে যশোরের কেশবপুর থানার ফেরদৌস কবির সৌরভকে প্রথম বিয়ে করেন। গত ২২ জানুয়ারি গণমাধ্যম থেকে জানতে পারি, আপনি সন্তানসম্ভবা। আপনি বলেছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় আপনার অনেক ফলোয়ার রয়েছে। আপনার এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করি।