দুবাইয়ে ১৭ দিনের জন্য পরীমনিকে নগদ ১৫ লাখ টাকা দেন অমি
শেখ ওবায়দুল্লাহ:
সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরীমনির বোটক্লাবকাণ্ডে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এক ব্যসায়ীর পাশাপাশি তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ করেন পরীমনি। অথচ, জিজ্ঞাসাবাদে এখন পরীমনিই বলছেন, অমির সঙ্গে গত এপ্রিলে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে ব্লু ওয়াটার আইল্যান্ড নামে একটি কৃত্রিম দ্বীপে অমির ফ্ল্যাটে কাটান ১৭ দিন।
দুবাইয়ের অন্যতম অভিজাতো এলাকা ব্লু ওয়াটার আইল্যান্ড। সাধারণত সেখানে কোনো বাংলাদেশির ফ্ল্যাট নেই। অমি সেখানেই প্রায় ১১ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। ২০২১ সালের এপ্রিলে দুবাই গিয়েছিলেন পরীমণি। তার দুবাই যাওয়ার বিমান টিকিট এবং ঘোরাফেরার সব খরচ অমি বহন করেন। সেখানে ১৭ দিন ছিলেন পরীমণি। রাত কাটিয়েছেন অমির ফ্ল্যাটেই।
সূত্রে জানা যায়, অমির সঙ্গে সময় কাটাতে দুবাই যান পরীমণি। দুবাইয়ে ১৭ দিন থাকার জন্য পরীমনিকে নগদ ১৫ লাখ টাকা দেন অমি এবং দেশে ফিরে পরীমনির সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ীর পরিচয় করিয়ে দেবেন তিনি।
জানা যায়, দুবাইয়ের ঐ ফ্ল্যাটে বাংলাদেশের বেশ কয়েকজন চিত্রনায়িকা ও মডেলকে নিয়েছেন অমি। এছাড়া বাংলাদেশ থেকে দুবাইয়ে পাচার করা মেয়েদের ওই ফ্ল্যাটেই রাখতেন। তবে সেখানে সবচেয়ে বেশি থেকেছেন এনটিভির রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন মডেল রথী। দুবাইয়ে রথী নিজেকে অমির স্ত্রী পরিচয় দেন।
অমির সঙ্গে এসব উঠতি মডেলদের পরিচয় করিয়ে দেন মিডিয়ার একজন পরিচিত ছেলে মডেল। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।