দু’পা ফাঁক করে পত্রলেখার পোজ, ছবি তুললেন রাজকুমার!
নাফিজা আক্তার
কিছুদিন আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও আর পত্রলেখা পাল। ঘরোয়া আয়োজনে বলিউডের কাছের কিছু বন্ধু ও পরিবারের সদস্য নিয়ে এই বিয়ে হয়। বিয়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে এই দম্পতি।
সম্প্রতি রাজকুমার আর পত্রলেখার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাদা পোশাকে কিছুটা হট মুডে পোজ দিয়েছেন পত্রলেখা। অন্যদিকে নিজের আইফোনে সেই ছবি তুলে দিচ্ছেন রাজকুমার। তবে এই ছবি নিয়ে প্রশংসার থেকে সমালোচনায় হচ্ছে বেশি।
গেল বুধবার নিজের ইনস্টাগ্রামে স্ত্রীর সেই ছবি পোস্ট করেছেন রাজকুমার। মিরর সেলফিতে, পত্রলেখাকে কালো বুটের সঙ্গে একটি সাদা শার্ট পোশাকে দেখা গেছে। রাজকুমার পরেছিলেন লাল আর কালো চেকের শার্ট। ছবিটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পরেছে। কমেন্ট বক্সে নেটিজেনরা বলছেন, ‘এটা খুব মিষ্টি লেগেছে’। আবার কেউ কেউ বলছে, এই ছবি তাদের বিভ্রান্ত করেছে।
অনেকে আবার পত্রলেখার বসার ভঙ্গি নিয়ে খারাপ মন্তব্যও করেছে। সর্বোপরি ছবিটি নিয়ে এতো সমালোচনা হয়েছে যে, শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন রাজকুমার।
একটি বিজ্ঞাপনে প্রথমবার পত্রলেখাকে দেখেন রাজকুমার রাও। সেখানেই তাঁকে মন দিয়ে বসেন অভিনেতা। অন্যদিকে রাজকুমারকে পত্রলেখা প্রথমবার খেয়াল করেন একটি সিনেমায়। যদিও প্রথম দেখায় একেবারেই পত্রলেখার মনে জায়গা করে নিতে পারেননি রাজকুমার। পরবর্তীকালে একসঙ্গে ছবিও করেন তাঁরা। বেশ কিছুদিন বন্ধুত্বের সম্পর্কে থাকার পর তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান।
রাজকুমার সম্প্রতি ভূমি পেডনেকারের সাথে তাঁর আসন্ন ছবি ‘বাধাই দো’-এর ট্রেলার শেয়ার করেছেন। ছবিতে তাদের দুই বিপরীত লিঙ্গের সমকামী দম্পতির ভূমিকায় দেখা যাবে। হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা ‘বাধাই হো’-এর সিক্যুয়েল ‘বাধাই দো’। ছবিটি ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।