চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল
সাদাকালো নিউজ
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে দুরন্ত প্রত্যাবর্তন লিভারপুলের। প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল দিয়ে ফাইনালে উঠে গেল তারা। ২০১৮-১৯ মৌসুমের পর আবার ফাইনালে দেখা যেতে চলেছে ইংল্যান্ডের এই দলকে।
ভিয়ারিয়ালের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে ২-০ জিতেছিল লিভারপুল। ফিরতি পর্বে মনে করা হয়েছিল সহজেই আসবে তাদের জয়।
কিন্তু ভিয়ারিয়াল যে হার মানার পাত্র নয় সেটা বোঝা গেল প্রথমার্ধেই। দু’গোলে এগিয়ে গেল তারা। গোল করেন বুলায়ে দিয়া এবং ফ্রান্সিস কঁকেলি। দুই পর্ব মিলিয়ে ফলাফল ২-২ হয়ে গিয়েছিল। অর্থাৎ আর একটি গোল দিলেই ফাইনালে তাদের খেলার কথা।
কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য লিভারপুলকে দেখা গেল। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে লাগল ভিয়ারিয়াল বক্সে। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে গিয়ে ডুবল স্পেনের ক্লাবটি। ১২ মিনিটেই তিন গোল দেয় লিভারপুল। ফ্যাবিনহো, লুইস দিয়াজ এবং সাদিয়ো মানে গোল করেন।
২০১৮ এবং ২০১৯ সালে টানা দু’বার ফাইনালে ওঠার পর দুই বছর বিরতি দিয়ে আবারও ফাইনালে উঠলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানসিটির। আজ রাতেই নির্ধারণ হয়ে যাবে, ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ কে হচ্ছে।