দিশা পাটানির কালেকশনে দামি গাড়ি, ব্যাগ আর ৬ কোটির ফ্ল্যাট
সাদাকালো নিউজ ডেস্ক
দিশা পাটানি । ৬ কোটির ফ্ল্যাট, দামি গাড়ি আর ব্যাগের কালেকশন। তিনি ভারতের জাতীয় ক্রাশ। অভিনয়, নাচ আর রূপের গ্ল্যামার। ভক্ত হৃদ য়ে কাপন ধরান। হলিউডের যে কোনো অভিনেত্রীর সঙ্গে টেক্কা দেয়ার সব গুণই আছে তার। বলছি বলিউড সেন্সেশন– দিশা পাটানির কথা।