দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর
সাদাকালো নিউজ
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে গোলা হামলায় দুনিয়া থেকে বিদায় নেওয়া প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টায় তার নিজ বাড়িতে মসজিদের পাশে শায়িত করা হয় হাদিসুরকে।
এর আগে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে ফ্রিজিং গাড়িতে করে হাদিসুরের দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের দেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সকাল ১০টার দিকে জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হাদিসুর।
২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে সংঘাতের কবলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমান হাদিসুর। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ১১ দিন পর দেশে আনা হয় হাদিসুরের নিথর দেহ।
এর আগে বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা হাদিসুরের ২৮ সহকর্মী নিরাপদে দেশে ফিরে আসেন। কেবল বরগুনার জলহাওয়ায় বেড়ে উঠা হাদিসুর হারিয়ে গেলেন অসীম আকাশে। তবে সোমবার বিমানবন্দরে উপস্থিত সবার চোখ বলছে, হাদিসুর অমর হয়ে থাকবেন স্মরণে-শ্রদ্ধায়।