দর বাড়ার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (৬ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির বা ২৫.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এদের মধ্যে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
আজ শেয়ারটির দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দামে লেনদেন হয়। ডিএসই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএসই তথ্য মতে, কোম্পানিটি ৬২৭ বারে ১২ লাখ ৯ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ৩০ পয়সা দামে লেনদেন হয়।
শেয়ার প্রতি দাম ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়ে গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দাম ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দামে লেনদেন হয়।
দাম বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যাল, তমিজউদ্দিন টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।