দরপতনের শীর্ষে মেঘনা মিল্ক
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৭ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬৪টির বা ৯৬.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদের মধ্যে টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে মেঘনা কনডেন্স মিল্ক।
সূত্রমতে, কোম্পানিটি আজ সর্বশেষ ১৮ টাকা দরে লেনদেন হয় যা আগের কার্যদিবসে ছিল ২০ টাকা। আজ কোম্পানিটি ৫৪৮ বারে ৩ লাখ ৬৫১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা। ডিএসই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া, টপটেন লুজার তালিকায় নাম আসা অন্য কোম্পানিগুলো হল সানলাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, আরামিট সিমেন্ট, ঢাকা ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স।