‘তেল-গ্যাসের দাম স্থিতিশীল রাখতে চায় সরকার’
সাদাকালো নিউজ
গ্যাসের দাম বাড়বে কি না, তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে। তবে সরকার ভতুর্কি দিয়ে হলেও দাম স্থিতিশীল রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স এফইআরবি ও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় প্রতিদিন ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এ চাপ কত দিন থাকে তা পর্যবেক্ষণ করছে সরকার। জ্বালানি ও বিদ্যুতের দাম না বাড়িয়ে কতদিন চলা যায় তা ভেবে দেখা হচ্ছে।’
ভবিষ্যতে শীত মৌসুমে বাড়তি বিদ্যুৎ রফতানির পরিকল্পনা সরকারের আছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
দেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎকেন্দ্র পায়রার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এই বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন।