তাসকিনকে না পেয়ে জিম্বাবুয়ের পেসারকে নিচ্ছে লখনৌ!
নাফিজা আক্তার
আগামী ২৬ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমের। এই টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
লখনৌ সুপার জায়ান্টস তাসকিন আহমেদের গতিতে মুগ্ধ হয়েছিল। ইংলিশ পেসার মার্ক উড চোটে কারনে ছিটকে পরে আইপিএলের আসন্ন টুর্নামেন্ট থেকে। তার জায়গায় বদলি পেস বোলার হিসেবে বাংলাদেশি এ পেসারকে নিতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস।
কিন্তু বাংলাদেশের দক্ষিন আফ্রিকা সিরিজ চলমান থাকায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র না দেওয়ায় তাসকিনকে পাচ্ছে না লখনৌ। এই অবস্থায় তাসকিনকে না পেয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভেড়াচ্ছে বলে খবর, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।
অর্থাৎ সেকেন্ড চয়েজ হিসেবে মুজারাবানিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জিম্বাবুয়ে পেসার মার্ক উডের বদলি হিসেবে তিনি থাকবেন নাকি নেট বোলার হিসেবে খেলবেন- সেটি নিশ্চিত নয়। আর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণাও আসেনি।
তবে মুজারাবানিকে চূড়ান্ত করলে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ের কেউ আইপিএলে যোগ দিচ্ছেন। সর্বশেষ ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে অংশ নেন ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।