তপু বর্মণ কি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন?
নাফিজা আক্তার
রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলেই ইনজুরিতে পরেন দেশসেরা ডিফেন্ডার তপু বর্মণ। একইসঙ্গে ইনজুরিতে আছেন বসুন্ধরা কিংসের জনাথন ফার্নাদেস, তারেক কাজীও। যদিও এই টার্ফে খেলা নিয়ে শুরুতেই আপত্তি জানিয়েছিলো সব ক্লাব। কিন্তু মাঠ সংকটের কারণে কমলাপুরেই মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে অংশ নেয় ক্লাবগুলো।
এর আগে ৪ ডিসেম্বর স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশের বিপক্ষের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। সে সময় টার্ফের মধ্যে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান তপু। এরপর থেকেই বিশ্রামে আছেন জাতীয় দলের এই সহ-অধিনায়ক।
এরপর কেটে গেছে অনেকদিন কিন্তু কোনো ধরনের উন্নতি হয়নি তপুর। অবশেষে চিকিৎসকের পরামর্শে ভারতের মুম্বাইয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন তপু।
এ বিষয়ে গণমাধ্যমকে তপু বলেন, ‘আমার হাঁটুর লিগামেন্টে সমস্যা আছে। চিকিৎসকরা মুম্বাইয়ের একজন ডাক্তারের সঙ্গে দেখা করতে বলেছেন। এ জন্য আবেদন করেছি। ভিসা হলেই চলে যাবো।’
অন্যদিকে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ বলছে, তপু বর্মণের পায়ের চোট এতটাই গভীর যে এই মৌসুমে তাকে হয়তো আর পাওয়া যাবে না। আগামী জুন মাসে এশিয়ান কাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। তপু যদি সুস্থ হতে না পারে তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে জাতীয় দলেরও।