তওবা করে অভিনয় ছাড়লেন মেহজাবি সিদ্দিকী
সম্প্রতি ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয়কে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খান। এবার ধর্মীয় বিষয়ে গভীর অনুভূতির কারণে শোবিজ ক্যারিয়ার থেকে বিদায় নিলেন আরেক অভিনেত্রী মেহজাবি সিদ্দিকী। কালারস চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। যার সঞ্চালনার দায়িত্বে আছেন বলিউড ভাইজান সালমান খান। এই অনুষ্ঠানের ১১তম সিজনের অন্যতম প্রতিযোগী ছিলেন মেহজাবি সিদ্দিকী। সমাজকর্মী হিসেবে পরিচিতি পেলেও বিগ বসের বদৌলতে তিনি হয়ে যান বিনোদন ব্যক্তিত্ব। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
সম্প্রতি ভারতের কর্নাটক রাজ্যে শুরু হওয়া হিজাব আন্দোলনের মধ্যে মেহজাবি সিদ্দিকি এমন ঘোষণা দিলেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ইসলামের দিকে ফিরে আসার বিষয়ে বর্ণনা করতে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন মেহজাবি। সেখানে অভিনেত্রী লেখেন, তিনি আর থাকছেন না বিনোদন অঙ্গনে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এখন থেকে সবসময় তিনি হিজাব পরবেন এবং আল্লাহর ইবাদত করবেন। বিনোদন অঙ্গনে থাকলে আল্লাহর দেখানো পথে চলতে পারবেন না বলেও মনে করেন তিনি।
পোস্টে মেহজাবি বলেন, ‘গত দুই বছর ধরে অস্থিরতায় ভুগছি। শান্তির জন্য কিছু একটা করতে চাইছিলাম। কিন্তু ভালো থাকার জন্য কী করব বুঝতে পারছিলাম না। কিন্তু এখন বুঝতে পেরেছি, আমি আমার আসল জীবন ভুলে দুনিয়ার দেখানো জীবন ধারণ করছি। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষ কখনও শান্তি পায় না।’ সবশেষে তওবা করে শান্তি পাওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহর কাছে তওবা করে যে শান্তি পেয়েছি, তা আমি মুখে বলে প্রকাশ করতে পারব না। আমি যে শান্তি খুঁজছিলাম তা আমি আল্লাহর ইবাদতে পেয়েছি। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন এবং আমাকে নেক রাস্তায় চলার তওফিক দান করুন।’