ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও সূচকের পতন অব্যাহত
সাদাকালো নিউজ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৭ ডিসেম্বর) সূচকের কিছুটা উত্থানের হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তা পতন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৩১১ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৯৭ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৫১ পয়েন্টে, সিএসসিএক্স ৪ পয়েন্ট কমে ১০ হাজার ৯৯৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১৩ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১১৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।