ট্রলের শিকার সানি, ক্ষুব্ধ হয়ে যা বললেন স্বামী ড্যানিয়েল
নাফিজা আক্তার
তিন সন্তানের বাবা-মা সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি। মেয়ে নিশা সিং ওয়েবার এবং দুই ছেলে আশের ও নোয়া সিং ওয়েবারকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন তারা। কিন্তু সম্প্রতি নেটিজেনদের হাতে ট্রলড হয়েছেন নীল ছবির এই নায়িকা।
কিছুদিন আগে পাপারাজ্জির তোলা একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, তিন ছেলেমেয়ে- নিশা, নোয়া এবং আশেরকে নিয়ে সিঁড়ি থেকে নামছেন সানি লিওন। ভিডিওতে সানিকে দুই ছেলে নোয়া এবং আশেরের হাত ধরে নামতে দেখা যায়। অন্যদিকে, নিশা একা একাই টুকটুক করে সিঁড়ি থেকে নামে। আর সেখানেই আপত্তিঘটে নেটিজেনদের।
ভিডিও দেখে বিভিন্ন ধরনের কটুক্তি উড়ে আসে সানির বিরুদ্ধে। মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘নিশা দত্তক নেয়া, তাই তাকে সানি ততটা মনোযোগ দেয় না।’ কারও মন্তব্য, ‘শুধুমাত্র লোক দেখানোর জন্য নিশাকে দত্তক নিয়েছেন তারা।’ আবার কেউ লিখেছেন, ‘শিশুটিকে প্রশ্ন করুন, ওর সঙ্গে ভালো ব্যবহার করা হয় কি না?’
তবে স্ত্রী সানির উপর উড়ে আসা কটু মন্তব্য নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ড্যানিয়েল ওয়েবার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসব বাজে কথা! এমনকি এসব নিয়ে আমি কথাও বলতে চাই না। আমি সত্যিই পরোয়া করি না লোকে কী ভাবল!’
সে সময় মেয়ে বাদে দুই ছেলের হাত কেন ধরে রেখেছিলো সানি? এমন প্রশ্নে ড্যানিয়েল বলেন, ‘আমাদের ছেলেদের মাত্র তিন বছর বয়স, ওদের ছাড়লেই ওরা প্রচণ্ড ছোটাছুটি করতে শুরু করে। কিন্তু আমার মেয়ের বয়স ৬ বছর। তাই কীভাবে চলাফেরা করতে হয়, ও সেটা ভালো ভাবেই বোঝে।’
নিশার সঙ্গে খারাপ ব্যবহার করেন সানি, এমন অভিযোগ যারা তুলেছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান ড্যানিয়েল। বলেন, ‘ও আমাদের বাড়ির রাজকন্যা। মানুষের এমন চিন্তাভাবনা আসে! ভাবলেই অযৌক্তিক মনে হয়।’
২০১৭ সালে মহারাষ্ট্রের এক অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নেন সানি লিওন এবং ড্যানিয়েল। নতুন পরিবারে আসার পর নিশার নতুন নাম হয় নিশা কৌর বেবার। তখন নিশার বয়স ছিল মাত্র কয়েকমাস। পরে ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে দম্পতির আরও দুই পুত্রসন্তান হয়।