টেস্টে ফিরেই সেঞ্চুরি; মাহমুদউল্লাহ দেখালেন কী মিস করছিলো বাংলাদেশ
সাদাকালো নিউজ ডেস্ক
২০২০ সালের ফেব্রুয়ারিতে নাসিম শাহর হ্যাটট্রিক বলে অফস্টাম্পের বাইরে শট খেলে আউট হয়েছিলেন, এর পরপরই বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। এই টেস্টের স্কোয়াডেও শুরুতে ছিলেন না। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের চোটের কারণে শেষ মুহূর্তে দলে ডাকা হয় তাঁকে। হুট করে মাহমুদউল্লাহর দলে অন্তর্ভুক্তি নিয়েও হয়েছে আলোচনা। অন্তত তাঁর পারফরম্যান্সে ছাপ পড়েনি সেসবের। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট খেলতে নেমে অপরাজিত দেড় শতকের ইনিংস খেলে সমালোচকদের দাত ভাঙা জবাব দিয়েছেন এই অলরাউন্ডার।