টিকটকার তাহমিনা চৌধুরী প্রীতি কেন ভাইরাল?
রাকিবুল ইসলাম
তাহমিনা চৌধুরী প্রীতি। সোশ্যাল মিডিয়ায় আলোচিত এবং সমালোচিত এক নাম। মূলত নিজের ছেলে বন্ধুদের সঙ্গে ভিডিও আপলোড করেই সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ। টিকটক এবং ইনস্টাগ্রামেও জনপ্রিয় তিনি। তার আছে একটি ইউটিউব চ্যানেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয় প্রীতি মাত্রই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। নিজেকে মেধাবী শিক্ষার্থী দাবি না করলেও তার রেজাল্ট ৪ পয়েন্টের উপরে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশের ঘটনায় প্রীতির জীবন অনেকটাই এলোমেলো হয়ে গেছে। ফেসবুক লাইভে এসে ভুক্তভোগী এই তরুণী জানান, ভিডিও প্রকাশের ঘটনায় গোয়েন্দা পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। কিন্তু তার দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রীতির ব্যক্তিগত একটি ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পরে। তবে অন্য কারো মাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনা একমাত্র যে প্রীতির সাথে ঘটছে তা কিন্তু নয়! এটা দেশে প্রায় প্রতিদিনকার মতো হয়ে দাঁড়িয়েছে।
বেশ কিছুদিন আগে বিটিআরসি জানিয়েছিল, এখন থেকে ইউটিউব ও ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালাবে সংস্থাটি। তাদের দাবি, এর মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় বিষয়ে যে কোন আপত্তিকর কন্টেন্ট দ্রুত শনাক্ত এবং অপসারণ করা যাবে। গেল বছর অভিনেত্রী পরিমণি এবং গোলাম সাকলাইনের ব্যক্তিগত ও গোপনীয় ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এছাড়া কলেজ ছাত্রী মুনিয়া ও ও জেকেজি হেলথকেয়ারের ডা. সাবরিনার ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ হয়। এর ফলে পুলিশ বিভাগসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিলো।