
ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা জোরদারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতি দ্বাদশ জাতীয় সংসদ বিলপ্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথে হাঁটছে বাংলাদেশ।
বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। দ্রুত নতুন সরকারকে দায়িত্ব নিয়ে এসব অপকর্ম ঠেকানোর দাবি উঠেছে নাগরিক সমাজের পক্ষ থেকে।
সূত্র জানিয়েছে, বিদায়ী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমলা ও রাজনৈতিক নেতারা বিদেশে টাকা পাচার করছে এমন তথ্য রয়েছে। গতকাল কিছু ব্যাংকে এ ধরনের তৎপরতা দেখা গেছে। তাছাড়া ব্যাংক থেকে উত্তোলিত টাকা নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারেরও আশংকা আছে। এ বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক টাকা উত্তোলনের সাময়িক এই সীমা বেঁধে দিয়েছে।
এছাড়া টাকা পাচারের আশংকা থাকায় বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) আজ সব তফসিলি ব্যাংকের এন্টি মানি লন্ডারিং প্রধানদের বৈঠক ডেকেছে।