ঝড়ে পড়া ভাগ্যশ্রী আবারও বলিউডে
নাফিজা আক্তার
১৯৮৯ সালে সালমান খানের বিপরীতে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী ভাগ্যশ্রীর। ক্যারিয়ারের শুরুতেই ব্লকবাস্টার হিট। এরপর হাতে গোনা কয়েকটা ছবির পর ভাগ্যশ্রীকে আর বড় পর্দায় দেখা যায়নি। দীর্ঘ সময় পর কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবির মাধ্যমে আবারও কামব্যাক করেন তিনি।
এবার আবার দক্ষিণি নায়ক প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ ছবিতে দেখা যাবে তাকে। এই ছবির জন্য কঠি পরিশ্রম করতে হয়েছে ভাগ্যশ্রীকে। যে ভরতনাট্যম শিখতে বছরের পর বছর লেগে যায় এই ছবির জন্য মাত্র পাঁচদিনে সেটি রপ্ত করেছেন ভাগ্রশ্রী।
এই অসম্ভবকে সম্ভব করার ব্যাপারে ভাগ্যশ্রী বলেন, এতোদিন ধরে শরীরে যে শক্তি জুগিয়েছিলাম সেটা এই সিনেমার জন্য খরচ করেছি। এই কাজে গরু হরিহরণ আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। এছাড়া এটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় এক মাস আমি এর কারণে হাটতে পারিনি।
‘এই নাচের পর থেকে ক্ল্যাসিকাল নৃত্যশিল্পীর প্রতি শ্রদ্ধা আমার আরও বেড়ে গেছে। এখন আমি বুঝতে পারি এর পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে। আর এটা কতটা কঠিন কাজ’ বলেন ভাগ্যশ্রী।
নতুনদের সঙ্গে কাজ করার ব্যাপারে এভারগ্রীন এই নায়িকা বলেন, ‘সবাই শুধু বলে প্রবীণদের কাছ থেকে শেখার জন্য। কিন্তু আমার মনে হয় ছোটদের কাছ থেকে আরও বেশি শেখা যায়। আমারও দুটো সন্তান আছে তারাও সিনেমার সঙ্গে জড়িত।’
রাধা কৃষ্ণা কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’ ছবিতে প্রভাস আর পূজা হেগড়ের রোমান্স দেখা যাবে। কিছুদিন আগে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী বছর ১৪ জানুয়ারি এই প্যান ইন্ডিয়া ছবিটি মুক্তি পাবে।