জোসেলুকে দলে ভেড়াতে চাচ্ছে রিয়াল
সাদাকালো নিউজ
এস্পানিওলের সেন্টার-ফরোয়ার্ড জোসেলু চলতি মৌসুমে ৩৫ ম্যাচ খেলে গোল করেছেন ১৬টি। গোলে সহায়তা করেছেন ৪টি। আর লা লিগায় ৩১ ম্যাচে গোল করেছেন ১৫টি, অ্যাসিস্ট ২টি।
৩৩ বছর বয়সী এই তারকা বলতে গেলে একাই টানছেন এস্পানিওলকে। যদিও রেলিগেশন শঙ্কায় আছে দলটি। তাইতো তার ওপর চোখ পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।
অবশ্য এক সময় তিনি রিয়ালে খেলেছিলেনও। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে ৭৩ ম্যাচ খেলে তিনি ৪০ গোল করেছিলেন। অ্যাসিস্ট করেছিলেন ৮টি। অবশ্য সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন মাত্র ২ বার। ২০১১ সালে প্রথম ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে পনফেরাদিনার বিপক্ষে গোলও করেছিলেন।
২০১২ সালে তিনি রিয়াল ছেড়ে হফেনহেইমে যোগ দেন।
এবার তাকে ফেরাতে চাচ্ছে রিয়াল। লস ব্লাঙ্কোসরা করিম বেনজেমার একজন দারুণ সঙ্গী চাচ্ছে ২০২৩-২৪ মৌসুমে। সেক্ষেত্রে জোসেলু হতে পারেন মারিয়ানো দিয়াজের যথোপযুক্ত বিকল্প।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির আরলিং হালান্ড ও পিএসজির কালিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে চাচ্ছে। অবশ্য এই দুই তারকার একজনও আসন্ন দল বদল মৌসুমে সহজলভ্য হবেন না।
জোসেলু রিয়াল মাদ্রিদ, দেপোর্টিভো লা করোনা, আলাভেস ও এস্পানিওলের হয়ে এ পর্যন্ত ১৬২ ম্যাচ খেলে গোল করেছেন ৫৭টি। অ্যাসিস্ট করেছেন ১৪টি।