জেএমআই সিরিঞ্জের বৈশ্বিক অর্জনে পূবালী ব্যাংকের বিশেষ শুভেচ্ছা
সাদাকালো নিউজ ডেস্ক
অটো ডিজেবল (এডি) সিরিঞ্জের বৈশ্বিক বাজারে আধিপত্যকারী কোম্পানির তালিকায় জেএমআই গ্রুপের নাম উঠে আসায় প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ।
এ উপলক্ষ্যে বুধবার (২৮ জুলাই) পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরী স্বাক্ষরিত এক শুভেচ্ছাপত্র জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক-এর হাতে তুলে দেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক কানিজ ফারহানা ইয়াসমিন।
শুভেচ্ছাপত্রে শফিউল আলম খান চৌধুরী লেখেন, এডি সিরিঞ্জের বিশ্ববাজারের শীর্ষ তালিকায় জেএমআই সিরিঞ্জের নাম উঠে আসার বিষয়টি পূবালী ব্যাংকের জন্য আনন্দের খবর। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাকের ব্যবস্থাপনা দক্ষতায় এটি সম্ভব হয়েছে বলে মনে করে পূবালী ব্যাংক। জেএমআই গ্রুপে বিনিয়োগ থাকার কথা জানিয়ে পূবালী ব্যাংকের প্রশংসাপত্রে ভবিষ্যতে জেএমআই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়েছে।