জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা!
সাদাকালো নিউজ
সেই ২০১৫ সাল থেকে খেলছেন জুভেন্টাস ক্লাবের হয়ে। ক্লাবটিকে একরকম নিজের ঘরবাড়িই বানিয়ে ফেলেছিলেন। তিনি আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে এবার মনে হয় ক্লাবের সঙ্গে তার ৭ বছরের সম্পর্কচ্ছেদ হতে চলেছে।
চলতি মৌসুমেই ক্লাবের সাথে চুক্তি শেষ হচ্ছে তার। মৌসুমের শুরুতে দিবালাকে ফের নতুন মেয়াদে রাখার ব্যাপারে বেশ আগ্রহ ছিল ক্লাবটির, কিন্তু হঠাৎ সেখান থেকটা সরে এসেছে ক্লাবটি। দিবালার বদলে ফিওরেন্তিনা থেকে আসা দুসান ভ্লাহোভিচের সাথে চুক্তি নবায়ন করতে আগ্রহী জুভেন্টাস।
শেষ চুক্তি অনুযায়ী, জুভেন্টাস থেকে বার্ষিক ৮ মিলিয়ন ইউরো এবং পারফরম্যান্স বোনাস হিসেবে আরও দুই মিলিয়ন ইউরো পান দিবালা। তবে নতুন করে দেওয়া চুক্তিতে বেতন কমিয়ে সাত মিলিয়ন করার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। সাথে নেই কোন পারফরম্যান্স বোনাসও।
সোমবার দিবালার এজেন্ট পাভেলের সঙ্গে বসেছিল জুভেন্টাস কর্তৃপক্ষ। সেখানে বেতন কমানোর প্রস্তাবটি দেওয়া হয়।তবে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছতে পারেনি। যদি তারা একমত না হতে পারে তবে আসছে দলবদলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন দিবালা।
দিবালাকে ধরে রাখার এখনো তিন মাস সময় রয়েছে জুভেন্টাসের হাতে। তারা আগ্রহী হলে নতুন করে বেতন বাড়িয়ে আবার চুক্তির প্রস্তাব দিতে পারে।