ছেলে সন্তানের মা হলেন পরীমণি!
নাফিজা আক্তার
আলোচিত চিত্রনায়িকা পরীমণি ‘মা’ হয়েছেন। তার ছেলে সন্তানের বয়স মাত্র দুই মাস। এই একরত্তির প্রতি পরীর ভালোবাসা অগাধ। তাইতো নিজের এনগেজমেন্টের একটি আংটি উপহার দিয়ে দিলেন তাকে। কী অবাক হচ্ছেন? ভাবছেন পরীমণি সন্তান পেলেন কোথায়? আসলে দুই মাস বয়সী শিশুটি নায়িকার পর্দার সন্তান।
গেল শুক্রবার পরীমণির নতুন ছবি ‘মা’-এর শুটিং সেটে এই ঘটনা ঘটে। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ওই ছবির পরিচালক অরণ্য আনোয়ার। এই ছবিতেই সন্তানের চরিত্রে দেখা যাবে দুই মাসের ওই খুদে শিশুটিকে।
ঘটনা সম্পর্কে ছবির পরিচালক অরণ্য আনোয়ার জানান, ‘শুক্রবার বেলা তিনটার দিকে শুটিংয়ের বিরতির সময় পরীমণি বলেন- যে শিশুটি তার সন্তানের ভূমিকায় অভিনয় করেছে, তাকে ভালো একটি উপহার দেওয়া উচিত।’
এ সময় অরণ্য আনোয়ারকে উদ্দেশ্য করে পরীমণি বলেন, ‘ভাইয়া, আমার এনগেজমেন্টের আংটি দুইটা। একটা আমি বাবুটাকে আপনার হাত দিয়ে দিতে চাই।’
অরণ্য আনোয়ারের কথায়, ‘আমি হতভম্ব! কী বলে এই মেয়ে? পরীমণি বলল, ‘গত কয়েকটা দিন ওর মায়ের চরিত্রে অভিনয় করে আমার মায়া জন্মে গেছে।’ আমি আবেগাপ্লুত হলাম। শ্রদ্ধায় নত হলাম পরীর কাছে। বললাম, তুমি সত্যিই একটা পাগল। আচ্ছা, আসো তাহলে আংটি দেওয়ার একটা ছবি তুলি একসঙ্গে।’
তবে পরিচালকের এ প্রস্তাবে সায় দেননি পরীমণির স্বামী শরিফুল রাজ। তিনি বলেন, ‘নীরব ভালোবাসাটা নীরবই থাকুক ভাই। ছবি তোলার দরকার নাই।’
ফেসবুকে অরণ্য আনোয়ার লেখেন, ‘আমরা ছবি তুললাম না। কিন্তু পরীর এই আবেগের কথা আমি লিখব না, মানুষকে জানাব না, এতটা চাপা স্বভাবের মানুষ আমি নই। দুই মাস বয়সী শিশুটির বাবা একজন অটোরিকশাচালক, মা গৃহিণী। স্যালুট, পরীমণি। তোমাকে শ্রদ্ধা, ভালোবাসা।’