
ছিটকে গেলেন মুশফিক
সাদাকালো নিউজ
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগের দিন (২ মার্চ) বুধবার অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
আঙুলে চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। ম্যাচে শুরুর নির্ধাতির দিন (৩ মার্চ) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই চোটের গভীরতার কারণে আগামী ৫ মার্চ হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুশফিকের দলে ফেরা নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ।