চার কোম্পানির ৫৭৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ৮০৯ কোটি ৬৫ লাখ টাকার বা ৬২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে নগদ লভ্যাংশের পরিমাণ ৫৭৫ কোটি টাকার।
গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) কোম্পানিগুলোর পর্ষদ সভায় ২০২১ সালের ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ৮০৯ কোটি ৬৫ লাখ টাকার লভ্যাংশের মধ্যে ২৩৫ কোটি ১৩ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে।
সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রবি আজিয়াটার পর্ষদ। এ কোম্পানিটি থেকে ৫% হারে (অন্তর্বর্তীকালীন ৩% সহ) ২৬১ কোটি ৯০ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা কোম্পানিটির ২০২১ সালে অর্জিত মুনাফার থেকে বেশি।
এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ১২৯ কোটি ১৫ লাখ টাকার, ব্র্যাক ব্যাংক ১০৪ কোটি ৪১ লাখ টাকার, উত্তরা ব্যাংক ৭৯ কোটি ৬৭ হাজার টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে।