মাইকে ঘোষণা দিয়ে নৌকায় ভোট চাইলেন ওসি!
সাদাকালো নিউজ
বাংলাদেশ আওয়ামী লীগকে নিজের দল দাবি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় ওসি বলেন, আগামী নির্বাচনে যাতে আমরা পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে পারি।
ওসির বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই এ নিয়ে নিন্দার ঝড় ওঠেছে।
জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ –বকশিঞ্জ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মাটি মানুষের নেতা ও নয়নের মনি বলে উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে যাতে আমরা পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে পারি।
নিজের বক্তব্যের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ছাত্রলীগের রাজনীতি করেছি। একসময়ে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মিও ছিলাম। সেই সুবাদে আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট চেয়েছি। তাতে অসুবিধা নেই।
এদিকে পুলিশ বাহিনীতে চাকরিরত থাকা অবস্থায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে চেয়ে বক্তব্য দেয়ায় ওসির দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন ওঠেছে নানা মহলে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, ওসি তার বক্তব্যে এমন কথা বলেছেন। এই বিষয়ে আমি অবগত নই।
উল্লেখ্য , ওসি শ্যামল চন্দ্র ধর নেত্রকোণার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। ২০২২ সালের ২৮ জুলাই তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
