বালিয়াকান্দিতে শীতার্তদের পাশে মানবতার মাতৃসদন যুব সংগঠন
সাদাকালো নিউজ
‘মানবতা হোক চির অম্লান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মানবতার মাতৃসদন যুবসংঘের আয়োজনে ও মানবতার মিশন ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় এমন ১০০ জনের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার হাসিবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তিনি গরীব অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন।
মানবতার মাতৃসদন যুবসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, মানবতার কল্যাণে আমরা সব সময় নিবেদিত। মানুষ ও মানবতা একে অপরের পরিপূরক। এজন্য সবার উচিত মানবতার কল্যাণে কাজ করা।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় মানবতার মাতৃসদন যুবসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শামীম হোসেন সবাইকে ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম খায়রুল আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- মানবতার মাতৃসদন যুবসংঘের রাজবাড়ি জেলা ইউনিটের সভাপতি হাচান আলী, সাইফুল ইসলাম, বিল্লাল, অলিভ, জুয়েল, শান্ত, রাশেদ, সন্দীপ বিশ্বাস, সঞ্জয়সহ আরও অনেকে।
