ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
সাদাকালো নিউজ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এর আগে ঘন কুয়শার কারণে বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত পুরোপুরি টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। পরে রাত ২টার পর থেকে সেতুর উভয় পাড়ে ১৪টি লেনের মধ্যে চারটি লেন দিয়ে ধীরগতিতে যানচলাচল শুরু হয়। অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে ঘন-কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল আদায় বন্ধ রাখা হয়। পরে দুটি লেন দিয়ে ধীরগতিতে যানচলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় সীমিত করায় মহাসড়কে পরিবহনের দীর্ঘসারির সৃষ্টি হয়েছে। আশা করছি যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
