কে হবেন ব্রিটেনের পরবর্তী রানি, জানালেন এলিজাবেথ
নাফিজা আক্তার
ছেলে প্রিন্স চার্লস রাজা হবেন। আর পুত্রবধূ ক্যামিলা পার্কার হবেন রানি। এমনটাই চান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষ্যে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি এই আকাঙ্খার কথা প্রকাশ করেন।
রানি এলিজাবেথ খোলা চিঠিতে জনগণের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে যে আনুগত্য ও ভালোবাসা দিয়ে চলেছেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ ও বিনীত।’ রানি জানান, তার প্রতি যে সমর্থন জনগণ দিয়েছেন, প্রিন্স চার্লস রাজা ও ক্যামিলা রানি হওয়ার পর তারাও একই ধরনের সমর্থন পাবে বলে তিনি আশা করেন। তিনি লেখেন, ‘এটা আমার একান্ত কামনা যে, যখন সেই সময় আসবে তখন ক্যামিলা পাটরানি হিসেবে তার আনুগত্য সেবা অব্যাহত রাখবেন।’
ক্যামিলা চার্লসের দ্বিতীয় স্ত্রী। ১৯৮১ সালে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেন চার্লস। কিন্তু ১৯৯৬ সালে তাদের সংসার ভেঙে যায়। পরের বছরই এক সড়ক দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে যান ডায়ানা। ডায়ানার সঙ্গে বিয়ের আগে থেকে বিবাহিত ক্যামিলার সঙ্গে চার্লসের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক তারা চালিয়ে যান এবং ২০০৫ সালে বিয়ে করেন।
মন্তব্য করুন :
