কে এই জিয়াউর রহমান? কিভাবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিজয়ী হলেন?
সাদাকালো নিউজ
জিয়াউর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। নবম জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জিয়াউর রহমানের জন্ম ১৯৫২ সালের ৭ ডিসেম্বর। বর্ষীয়ান এই রাজনীতিবিদের পৈত্রিক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার শেখপাড়া এলাকায়। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক তিনি। তার স্ত্রী কাশমেরী রহমান গৃহিনী।
ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জিয়াউর। স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। নবম জাতীয় সংসদের এমপি থাকাকালীন সরকারের শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জিয়াউর রহমান রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং রহনপুর পৌরসভার প্রথম মেয়রও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
একাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ভোটে লড়ে হেরে যান জিয়াউর রহমান। সেবার বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম জয়লাভ করেন। কথিত আছে, এই আসনটি জামায়াত-বিএনপি প্রভাবিত এলাকা।
পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।
এদিন রাতে এ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নৌকা প্রতীকে জিয়াউর রহমান পেয়েছেন ৯৪ হাজার ৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার। তিনি আপেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর নতুন করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পহেলা ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে এই আসনের ভোলাহাট, গোমস্তপুর, নাচোলে ইভিএমে ভোটগ্রহণ হয়। যা চলে বিকেল সাড়ে চরাটা পর্যন্ত।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসনটির তিনটি উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৪৩ জন। এরমধ্যে ভোট দিয়েছেন এক লাখ ৪১ হাজার ৪০ জন। গড়ে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ।
মন্তব্য করুন :
