চলছে কঠোর লকডাউন; অকারণে বের হলেই জরিমানা
সাদাকালো নিউজ ডেস্ক
কোরবানি ঈদ নির্বিঘ্ন করতে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির মধ্যেই শিথিল করা হয় লকডাউন। তবে এ সময়ে গণপরিবহন ও মার্কেটসহ সবকিছুই চালু ছিল শর্ত সাপেক্ষে। সকাল থেকেই রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। ছুটির সকাল হওয়ার রাস্তায় মানুষের উপস্থিতি কম। বের হওয়া গাড়ির আরোহী ও মানুষকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে চেকপোস্টে।