খোঁজ মিলেছে পিয়াসার বিএমডব্লিউ গাড়ির মালিকের
সাদাকালো নিউজ ডেস্ক
একের পর এক শোবিজ সংশ্লিষ্টদের গ্রে;প্তারের ঘটনায় তাদের পৃষ্ঠপোষক ও ব্ল্যা:ক;মেই;লিংয়ের শিকার ব্যক্তিদের নিয়ে গুঞ্জন চলছে। গুঞ্জন চলছে তাদের হেফাজত থেকে উদ্ধার বিলাসবহুল গাড়িগুলোর মালিকানা নিয়ে। এসব গাড়ির প্রকৃত মালিক কারা, সে তদন্ত চালাচ্ছে পুলিশের অপ;রাধ তদন্ত বিভাগ (সিআইডি)।